যশোর সাতমাইল থেকে সাইফুল: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আরো ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়ছে। ২৬৫ নমুনা পরীক্ষা করে এই ফল পওয়া যায়। বাকি ১৮৯ নমুনার ফল নেগেটিভ। বিষয়টি নিশ্চিত করেছেন, যবিপ্রবি অনুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড: তানভীর ইসলাম। আক্রান্ত ৭৬ জনের মধ্যে যশোরের ১৪৩ নমুনা পরীক্ষায় ৪১ জন শনাক্ত, মাগুরার ৪৬ নমুনা পরীক্ষায় ১২ জন, সাতক্ষীরার ৫১ নমুনায় ১২ ও বাগেরহাট ২৫ নমুনায় ১১ জন শনাক্ত।