নিজস্ব সংবাদদাতা: দেশে এক দিনে করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে দেশে ভাইরাসটির সংক্রমণে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৭০৯ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ৫৭ জন।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে দুই লাখ ১০ হাজার ৫১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে মঙ্গলবার (২১ জুলাই) এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৯৮টি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ১৫ হাজার ৩৭৯ জন।