যশোর প্রতিনিধি: যশোরের খাজুরায় দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ। দ-প্রাপ্তরা হলেন সদর উপজেলার গহেরপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে তুহিন হোসেন (২২) ও ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার জাকির ইসলামের ছেলে হেলাল ইসলাম (২৫)। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাজুরা বাজারে দুই যুবক গাঁজা সেবন করছিল। এমন খবর পেয়ে আদালত সেখানে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। অভিযানকালে খাজুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুম্মান খান উপস্থিত ছিলেন। গতকাল ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার ও নির্বাহী।