নিজস্ব সংবাদদাতা : যশোর পুরাতন কসবা এলাকার বাসিন্দা যুবলীগ নেতা ওহেদুজ্জামান বাবলুর একমাত্র ছেলে, ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াসিউজ্জামান পলাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমাজের সর্বস্তরের মানুষ উক্ত দোয়া মাহফিলে শরিক হন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া পরিচালনা করেন টালিখোলা মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কাদের সাহেব। এছাড়া তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে “পলাশ স্মৃতি সংসদ”এর উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর টালিখোলা মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে এবং আগামী শুক্রবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।