Home বাংলাদেশ দেবহাটা থানার সহযোগীতায় ভবঘুরে আমিনুরকে তার বাবার কাছে হস্তান্তর

দেবহাটা থানার সহযোগীতায় ভবঘুরে আমিনুরকে তার বাবার কাছে হস্তান্তর

116
0

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে আমিনুর রহমান দিশেহারা অবস্থায় ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তরে। একা একা বিষণ্ন মনে ঘুরতে ঘুরতে এক সময় চলে আসেন সাতক্ষীরার উপজেলার সখিপুর মোড়ে। এরপর বহুদিন সখিপুর মোড়ের আনাচে কানাচে অবস্থান করেছেন। অনেকে ভবঘুরে অচেনা আমিনুরের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি ঠিকানা বলতেন সিলেট আর নাম আমিনুর। সেই সুবাদে ভবঘুরে আমিনুরের পরিবারকে খুঁজে পাইয়ে দিতে এলাকার মানুষ তার ছবি তুলে সহযোগীতা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয়রা গত ২৩ই জুলাই কল করেন ৯৯৯ নাম্বারে তারপর দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সাথে আলাপ করে আমিনুরকে নিজের হেফাজতে রাখেন থানায়। তারপর সিলেট ওসমান নগর থানায় যোগাযোগ করেন তিনি। সিলেট ওসমান নগর থানার অফিসার ইনচার্জ ভবঘুরে আমিনুর রহমানের বাবার ঠিকানায় যোগাযোগ করেন তারপর ঘুরে যায় আমিনুরের ভার্গের চাকা দেখা মিলে আমিনুরের পরিবারের সাথে। এরই সুবাদে ২৪ই জুলাই রাতে দেবহাটা থানায় আসেন আমিনুরের পিতা। শনিবার ২৫ই জুলাই সকালে আমিনুরকে তার বাবার হাতে তুলে দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নতুন ভাবে সাজানো হয় আমিনুরকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমিনুরের পাসে এগিয়ে আসেন “মৃত্তিকা মানবিক ইউনিট সাতক্ষীরা”, ঈদ উপহার হিসেবে টিমের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ও সহ সভাপতি রবিউল ইসলাম আমিনুরের বাবার হাতে তুলেদেন মৃত্তিকা মানবিক ইউনিটের পক্ষ থেকে, ঈদ উপহার। যার মধ্যে আছে পাঞ্জাবি, প্যান্ট, জুতা, মাক্স। অামিনুরের বাবার জন্য লুঙ্গি, গেঞ্জি ও আর্থিক সহযোগিতা। এছাড়া সমাজ সেবা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে আমিনুরকে আর্থিক সহযোগিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here