- কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালীতে নির্বাচনী পথসভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। দেশের সব প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। থাকবে। এজন্য জনগণ বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগকে বেছে নিয়েছে। কিন্তু বিএনপি করোনাভাইরাস মহামারীতে দেশবাসীর পাশে দাঁড়ায়নি। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দেশবাসীর পাশেও বিএনপি দাঁড়ায়নি। যে কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ করোনাভাইরাস মহামারী ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলাবাসীর পাশে না দাঁড়ানোর কারণে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১৪ জুলাই উপনির্বাচনে কেশবপুর উপজেলাবাসীকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে কেশবপুর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।