নিজস্ব প্রতিবেদন: রাস্তার মাঝখানে পানের পিক ফেলতে দুবার ভাবেন না অনেকে। ডাস্টবিন থোড়াই কেয়ার! চিপসের প্যাকেট পড়বে রাস্তাতেই। এদের পা আছে, এরা সুস্থ। আর কেরলের সেই বুড়োটার পা কাজ করে না, তবু ৬ বছর ধরে পরিষ্কার করে যাচ্ছেন ভেম্বানাদ লেক।
এন এস রাজাপ্পন, বয়স ৬৯, লক্ষ্য পরিষ্কার রাখবেন ভারতের স্বচ্ছ জলের দীর্ঘতম হ্রদ ভেম্বানাদ। রোজ সকালে ছোট নৌকা নিয়ে হ্রদটির বুক থেকে তুলে আনেন প্লাস্টিকের বোতল। ঠিক যেন নদীর বুক থেকে ক্ষত সরিয়ে দেন রাজাপ্পন। একদিন নয় দুদিন নয়, ৬ বছর ধরে এই কাজ করেই চলেছেন তিনি।
রাজাপ্পন পোলিও আক্রান্ত হয়েছিলেন। খুইয়েছেন দুই পা। তবু হাতের জোরেই খেয়া ভাসে তাঁর, অদম্য মনোবলের জোরেই সাফ করেন ভেম্বানাদকে।