নিজস্ব সংবাদদাতা: সংসার চালানোর খরচ চাওয়ায় স্বামী ও সতীনের নির্যাতনের মুখে গৃহবধূ মোছাঃ শাহিদা বেগম কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের দু’জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে, যশোর মণিরামপুর উপজেলার খাটুয়া গ্রামের মৃত ইজ্জত আলী মুন্সীর ছেলে বর্তমানে যশোর শহরতলী পালবাড়ী বিহারী ক্যাম্প মোঃ মোকছেদ আলী সড়ক খা হোসেন আলীর বাড়ির ভাড়াটিয়া নূরুল ইসলাম মুন্সী ও দ্বিতীয় স্ত্রী মণিরামপুর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত উজিত দফাদারের মেয়ে সালমা খানম। মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তাপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত নুর মোহাম্মদ হাওলদারের মেয়ে মোছাঃ শাহিদা বেগম বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার স্বামী নুরুল ইসলাম মুন্সী দ্বিতীয় বিয়ে করার পর সংসারে ভরন পোষন দেয় না। বুধবার ২২ জুলাই দুপুরে পালবাড়ী বিহারী ক্যাম্প মোড় মোকছেদ আলী সড়ক খান হোসেন আলীর বাড়ির ভাড়াটিয়া থাকা অবস্থায় সংসার চালানোর খরচ চায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও সতীন মিলে এলোপাতাড়ী মারপিটের এক পর্যায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে গৃহবধূ চিৎকার দিয়ে মেয়ে মাহমুদা ঠেকায়। পরে শাহিদা বেগমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্বামী ও সতীনকে গ্রেফতার করে।