Home বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী যশোর জেলা ছাত্রলীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী যশোর জেলা ছাত্রলীগের বিক্ষোভ

162
0

নিজস্ব সংবাদদাতা:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনয় যশোর জেলা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কণেজ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে -যশোর কেশবপুর ৬ সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এর পক্ষ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রওশন ইকবাল শাহীর নির্দেশনায় কর্মসূচি পালিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, কাশিমপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার নাজিম মৃধা, ডাকাতিয়া ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি কামরুল ইসলাম ,প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসেন ,যশোর পৌর ছাত্রলীগের সদস্য, আশিকুর রহমান হৃদয়, ছাত্রনেতা মাসুদ হাসান কৌশিক, আরিফ হোসেন শাকিল, হাসান হোসেন ,রিয়াদ হোসেন, নাজমুল হাসান নাহিদ, শেখ তানভীর হাসান তন্ময়, সোয়াইব পারভেজ শোয়েব, মেহেদী হাসান রাব্বি ,সোহানুর রহমান সোহান ,কাজল হোসেন, সামিন ইয়াসার রাশিক ,সৈকত আকিব, সাব্বির রিয়াদ ,আশরাফুল ইসলাম, রিয়াজুল ইসলাম টুটুল, সিফাত হোসেন, রিমন হসেন নাসিম, রেজা হুমায়ুন কোবির, রাজিব হোসেন, মোহাম্মদ আলী সুমন, হোসেন, রাব্বি হাসান প্রমুখ।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল জানান,মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মসূচি পালন করছি। যশোর জেলা ছাত্রলীগের 22 টি ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here