Home বাংলাদেশ বাবা-মা টাকা গয়না নিয়ে উধাও হলেন যশোরের মেয়ে

বাবা-মা টাকা গয়না নিয়ে উধাও হলেন যশোরের মেয়ে

50
0
নিজস্ব সংবাদদাতা: প্রতিবেশীর সহায়তায় নিজ মেয়ে ঘর থেকে বাবার গাড়ী বিক্রির বায়নার নগদ দেড় লাখ টাকা,স্ত্রীর স্বর্ণের চেইন,দুল ও হার নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে নিজের মেয়ে  মোছাঃ ফাহিমা মাহমুদ পৌষী,সহযোগী প্রতিবেশী বেজপাড়া আজিমাবাদ মসজিদের পিছনে রিয়াজ কমিশনারের বাড়ির পিছনে সুলতানের ছেলে রাব্বি, সুলতান ও মোছাঃ রিনাসহ অজ্ঞাতনামা কয়েকজন।
শহরের বেজপাড়া আজিমাবাদ মসজিদেও পিছনে সামসুল হকের বাড়ির ভাড়াটিয়া মাহমুদুল হক  রিপন এজাহারে বলেছেন,তার মেয়ে উপশহর মহিলা কলেজে লেখাপড়া করে। করোনা ভাইরাসের কারনে সে বাড়িতে থাকতো। গত ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় তার ঘরের ওয়ার ড্রপ থেকে থেকে গাড়ী বিক্রির বায়না বাবদ নগদ দেড় লাখ টাকা স্বর্ণের চেইন,দুল ও হারসহ ২ ভরি ৫ আনা ওজনের স্বর্ণের গহনাসহ মেয়ে ফাহিমা মাহমুদ পৌষী নিখোঁজ হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে প্রতিবেশী রাব্বি,সুলতান ও মোছাঃ রিনার প্ররোচনায় উক্ত টাকা ও মালামাল নিয়ে নিখোঁজ হয়। বর্তমানে ফাহিমা মাহমুদ পৌষী রাব্বি ও তার পরিবারের সাথে আত্মগোপন করে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here