নিজস্ব সংবাদদাতা :যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ১৩ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অপর এক মাদরাসাছাত্রের বিরুদ্ধে।
পুলিশ এ ঘটনায় মামলা নিয়েছে এবং অভিযুক্ত মাদ্রাসা ছাত্র আবু রায়হানকে মঙ্গলাবর ভোরে গ্রেফতার করেছে।
আটক আবু রায়হান বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদরাসার হেফজখানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এজাহারের উদ্ধৃতি দিয়ে কোতয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, নির্যাতিত মেয়েটি শহরের একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। ওই মেয়ের মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদরাসায় রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সঙ্গে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা যখন মাদরাসায় রান্নার কাজ করছিলেন, তখন আবু রায়হান তাদের বাড়িতে যায় এবং ওই মেয়েটিকে ধর্ষণ করে। প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরে তার মাকে জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ করেন। তার অভিযোগ পেয়ে আজ ভোরে মাদরাসা থেকে আবু রায়হানকে গ্রেফতার করা হয়। দুপুরে জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।
মেয়েটির মা জানিয়েছেন, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনই তিনি আর কিছু বলতে চাননি।