শামিম হোসেন, মণিরামপুরঃ“মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান।” স্লোগানকে সামনে রেখে তিন মাসব্যাপী সারাদেশে তিনটি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল- নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এই নির্দেশনা অনুযায়ী মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ রোপন করেন। বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মনিরামপুর ১৩নং খানপুর ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক ওলিয়ার রহমান, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জি এম হাসান, মামুনুর রশীদ রনি, খাইরুলসহ অনন্য নেতা কর্মীরা।