নিজস্ব সংবাদদাতা: যশোর জেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন মিলন আজ বুধবার জামিনে কারামুক্ত হলেন। যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলে তাকে অভ্যর্থনা জানান যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, শহর যুবলীগের নেতা শেখ উজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ জাহিদ হোসেন মিলনের মুক্তিতে যশোর জেলা যুবলীগের কর্মীরা আনন্দ প্রকাশ ও মিষ্টি বিতরণ করেছে।