Home বাংলাদেশ যশোর পুরাতন কসবা লিচুবাগান স্ত্রী হত্যা অভিযোগ

যশোর পুরাতন কসবা লিচুবাগান স্ত্রী হত্যা অভিযোগ

157
0

নিজস্ব সংবাদদাতা:  স্ত্রী হত্যার অভিযোগে যশোরের পুরাতনকসবা লিচুবাগান এলাকার বহুবিতর্কিত হাফিজুর রহমান বাচ্চুকে আটক করেছে পুলিশ। তিনি মৃত মাহতাব উদ্দিনের ছেলে। থানার ইন্সপেক্টর তদন্ত শেখ তাসমীম আলম জানিয়েছেন, লিচুবাগান এলাকার বাচ্চু তার স্ত্রীকে যৌতুকসহ নানা ইস্যুতে নির্যাতন করে আসছিল। হঠাৎ ২২ জুলাই তিনি প্রচার করেন স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে তার শ্বশুর পক্ষ দাবি করেন এটি আত্মহত্যা নয়, পিটিয়ে হত্যা করেছে বাচ্চু। সে এ ধরণেরই মানুষ। এ ঘটনায় থানায় অভিযোগও করেন তারা। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। আটক বাচ্চুর যশোর শহরের কালেক্টরেট মসজিদ মার্কেটে রেডিমেড আইটেমের দোকান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here