নিজস্ব সংবাদদাতা:বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত, যশোর-০৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জনতার জননেতা শাহীন চাকলাদার এর বিজয় সুনিশ্চিত করার লক্ষে, কেশবপুর উপজেলাসহ ১১টি ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক/যুগ্ন আহ্বায়ক ও পৌর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা আওয়ামী যুবলীগের আগামী দিনের কান্ডারী শফিকুল ইসলাম জুয়েল। রোদ,ঝড়,বৃষ্টি উপেক্ষা করে আগামী ১৪ জুলাই সংসদীয় আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী শাহীন চাকলাদার কে বিজয়ী করতে কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগ শপথ গ্রহণ করেছে।