নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্তের ওপারে আসামে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, ঘটনাটি গত শনিবার রাতের কোনো এক সময়ের। আসামের করিমগঞ্জের পাথারকান্দির ভুবরীঘাটের চা বাগান এলাকায় তাদের পিটিয়ে হত্যা করে ভারতীয়রা। চারজন পালিয়ে বাঁচে।
নিহতদের নাম পরিচয় পাওয়া না গেলেও, ধারণা করা হচ্ছে তাদের বাড়ি জুড়ির জামকান্দি এলাকায়।
করিমগঞ্জের এসপি কুমার সঞ্জিত কৃষ্ণ এক লিখিত বিবৃতিতে বলেন, পাথারকান্দির পুলিশ স্টেশনের আওতাধীন বগরিজান চা বাগান এলাকায় শনিবার রাতে তিন অজ্ঞাত বাংলাদেশি সন্দেহভাজন অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছে। আমাদের তদন্তে উঠে এসেছে বাংলাদেশিরা বগরিজান এলাকা থেকে গরু চুরির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছে। নিহতদের সঙ্গে খাবারসহ রশি, ফেন্সকাটার ও তার পাওয়া গেছে। মরদেহ হস্তান্তর ও বৃহত্তর তদন্ত শুরু হয়েছে।
এরআগে গত পয়লা জুন ভারতের পুতনিছড়া এলাকায় রনজিত রিক্রাশন নামে কুচাই ফাঁড়ি চা বাগানের এক শ্রমিককে পিটিয়ে হত্যা করে ভারতীয়রা।